চালককে গলাকেটে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:০১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

চরফ্যাশন ( ভোলা ) প্রতিনিধি//

চরফ্যাশনে মো. হারুন (১৮) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ বুধবার সকাল ৯ টার হামিদপুর এলাকার নদীর তীরবর্তী বেড়ীর ঢাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত হারুন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের মনু পালোয়ানের ছেলে।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড হামিদপুর গ্রামের মেঘনা নদীর তীরবর্তী থেকে অটোরিকশা চালক মো. হারুনের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, অটোরিক্সা ছিনতাই করতে হত্যা করে এখানে লাশ ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।