ভোলায় ফিলিস্তিনে ইসরাইলী গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ।
স্টাফ রিপোর্টার//
ফিলিস্তিনীদের উপর বর্রবর ইসরাইলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে, ভোলা জেলা ওলামা মাশায়েখ পরিষদ ও জেলা ঈমান আকিদা সংরক্ষণ এবং অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি। গতকাল ভোলা শহরে ভিন্ন ভিন্ন ভাবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, জেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা জাকির হোসেন। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী মাজতিয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে কালিনাত বাজারে গিয়ে শেষ হয়। অপরদিকে জুমার নামাজ শেষে কালিনাথ রায়ের বাজার হাট খোলা মসজিদ চত্বর থেকে জেলা ঈমান আকিদা সংরক্ষণ ও অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জামেয়া ইসলামিয়া মোহাম্মদীয়া মাদরাসা গোরস্থান এর মুহতামিম মাওলানা মোঃ মহিউদ্দিন, খলিফা পট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন , দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ, আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম। আলহাজ্ব মাওলানা ইয়াছিন নবীপুরী, মাওলানা মোঃ আতাউর রহমান মোমতাজী, মাওলানা মোঃ মিজানুর রহমান, আলহাজ্ব মাওলানা মীর মোঃ বেলায়েত হোসেন, মাওলানা মোঃ নুরে আলম, মাওলানা মোঃ তাজ উদ্দীন ফারুকীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কয়েক হাজার মুসল্লিদের সমন্বয়ে মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে।