ভোলায় তাকওয়া ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র সীরাত সেমিনার অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৩

স্টাফ রিপোর্টার//

ভোলায় তাকওয়া ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ অক্টোবর শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে সেমিনারে প্রধান অতিথি ভোলা জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসাইন।

ভোলা নাজিউর রহমান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে, সেমিনারে প্রধান আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ আলোচক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ। কবি মোজাম্মেল হক ডিগ্রী কলেজ সহকারী অধ্যাপক শফিকুল ইসলামের সঞ্চালনায়, জাতীয় শিল্পী মনিরুল ইসলাম ও শিশু শিল্পী জাওয়াত বিন মিজানের সংগীত পরিবেশনায় সীরাত সেমিনারে আলোচকরা বলেন, আমরা যে, যে অবস্থায় আছি, সে অবস্থায় নিজেকে প্রশ্ন করে উত্তর নেই, যে আসলে আমার কাজটা যথার্থ হয়েছে কিনা? যদি উত্তরে পাওয়া যায় আমার কাজটা রাসূলের জীবন অনুযায়ী হয়েছে। তাহলেই আমি সঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম কে পাঠানো হয়েছে উত্তম আদর্শ দিয়ে। ইনসাফ কায়েম করার জন্য। আমরা কি সেটা করতে পেরেছি। রাসুলের সীরাতকে শুধু নির্ধারিত কিছু জায়গায় সীমাবদ্ধ করে রাখলে, আমাদের জীবন রাসুলের সীরাত অনুযায়ী পরিচালিত হবে না। জীবনের সর্বাবস্থায়ই রাসূলের সীরাত প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আমরা ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে পারব। আসুন আমরা আত্মসমালোচনার মাধ্যমে সমাজটাকে বদলাই, ব্যক্তিকে বদলাই, তাহলেই এই দেশটা ও বিশ্বটা বদলে যাবে।