ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদলতে জব্দকৃত শাড়ি প্রকাশ্যে নিলাম

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৩

স্টাফ রিপোর্টার//

ভোলায় কোস্ট গার্ডের  জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করেছে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।  ১৫ ফেব্রুয়ারী ২০২৩খ্রি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ মিলনের সভাপতিত্বে এ নিলাম দেয়া হয়। গত ২৪ নভেম্বর ২০২১খ্রি. বাংলাদেশ কোস্ট গার্ড , বিসিজি বেইস ভোলা কর্তৃক জিআর-৬৬০/২০২১ভোলা মামলায় জব্দকৃত বিভিন্ন ধরনের ১৫,৪৩৬ পিস শাড়ী, ১,০১৭ টি থ্রী পিস, ১০০২ পিস লেহেঙ্গা, ৫,৭৯২ পিস শাল, ১৩৯৯ টি ওড়না জব্দকৃত মালামাল প্রকাশ্যে নিলামে বিক্রয় হয়। উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলী হায়দার, নিলাম কমিটি সদস্য সচিব কোর্ট ইন্সপেক্টর মোঃ শামসুল আরেফীন, সদস্য মোঃ আজিজুর রহমান। গত ৪এপ্রিল ২০২৩ খ্রি.জাতীয় দৈনিক খবরপত্রে নিলামের বিজ্ঞাপন দেওয়া হয়। এর সূত্র ধরে বিভিন্ন শ্রেণীতে ১৪৫টি আবেদনপত্র সংগ্রহ করে এবং যাচাই-বাছাই শেষে ১৭টি আবেদন চূড়ান্ত করা হয়। ৬ টি প্রতিষ্ঠান নিলামে অংশগ্রহণ করে ৩টি প্রতিষ্ঠান নিলাম ডাকেন। তারা ভিত্তিমূল্য ১,৫০,০০,০০০ (এক কোটি পঞ্চাশ লক্ষ ) টাকার উপরে মাঝে সর্বনিম্ন ০১ লক্ষ টাকার ব্যবধানে ডাকেন এবং শেষ পর্যন্ত ১,৫৩,০০,০০০/- (এক কোটি তেপান্ন হাজার) টাকার উঠলে নিলাম কমিটি সর্বসম্মতভাবে সর্বশেষ ডাক ১,৫৩,০০,০০০/- (এক কোটি তেপান্ন হাজার) টাকা সর্বোচ্চ নিলামডাক হিসেবে চূড়ান্ত সিদ্ধান্ত হয় এবং সর্বোচ্চ নিলামকারী মোঃ নাসির উদ্দিন, কে.জি.এন ইন্টারন্যাশনাল, ১৪৫ শান্তিনগর, ইস্টার্নপ্লাস শপিং কমপ্লেক্স, ঢাকা কে প্রকাশ্যে নিলাম বিক্রয় আদেশ প্রদান করা হয়। অন্যান্য অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হচ্ছে সাথী ক্লথ স্টোর, হীরা ফ্যাশন, পাকিজা কালেকশন, এশিয়ান এক্সপোর্ট এন্ড ইমপোর্ট কর্পোরেশন, অর্ক এন্টারপ্রাইজ।