ভোলা আদর্শ একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতা  আনন্দমেলায় পরিপূর্ণ 

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৩

স্টাফ রিপোর্টার//

ভোলায় আদর্শ একাডেমী’র (মাধ্যমিক বিদ্যালয়) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার একাডেমীর নিজস্ব মাঠে প্রধান অতিথি থেকে ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন, ভোলা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছ।

জাতীয় সংগীতের মোহিত সুর আর ছোট্ট ছোট্ট শিশু শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ, মার্চপাসের মধ্য দিয়ে শুরু হয় ক্রীড়া অনুষ্ঠান। মাঠের চারপাশে শিক্ষার্থী, অভিভাবক আর দর্শকদের  মুহুর মোহর করতালিতে উৎসাহিত করা হয় অংশগ্রহণকারীদের। প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজার পরিচালনায়, অধ্যক্ষ জিয়াউল মোরশেদ চৌধুরীর উদ্বোধনী বক্তব্য এবং ভোলা ইসলামী সমাজকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ভোলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি এডভোকেট আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে বিশেষ অতিথি ছিলেন ভোলা পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওমর ফারুক হাওলাদার। উপস্থিত ছিলেন হোসাইনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন, ভোলা প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও দ্বীপকন্ঠ পত্রিকার সম্পাদক ইউনুছ শরীফ, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা জাকির হোসেন, মাওলানা মাকসুদুর রহমান, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। প্রতিষ্ঠানের এক ঝাঁক তরুণ শিক্ষকদের হাস্যজ্জল আতিথেয়তা ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং যেমন খুশি তেমন সাজোর ভিন্নধর্মী অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দমেলায় পরিপূর্ণ হয়। প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।