সুইডেনে কুরআন পোড়ানোর প্রতিবাদে ভোলায় শিবিরের বিক্ষোভ
এইচ এ শরীফ//
সুইডেনে কুরআন শরীফ পোড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ভোলা শহর শাখা। সোমবার (২৩ জানুয়ারি) বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্র শিবিরের ভোলা শহর সভাপতি মোঃ নকিব মাহমুদ।
উপস্থিত ছিলেন শহর সেক্রেটারি আহম্মেদ হাসনাইন, মোঃ রায়হান মাহমুদ। জেলা সভাপতি ও মোঃ জসিম উদদীন,জেলা সেক্রেটারী ও বিভিন্ন থানা ও স্থানীয় পর্যায়ের ছাত্রশিবিরেন নেতৃবৃন্দ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা বলেন, সুইডেনের রাজধানী ষ্টকহোমে মত প্রকাশের স্বাধীনতার নামে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন মাজীদ অবমাননার ঘটনায় মুসলমানদের হৃদয় চরমভাবে আঘাত করেছে।আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অপরদিকে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের আজকের ফেইসবুক স্টাটাসে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হযরত মোহাম্মদ (সঃ)কে কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এর সাথে সাথে তসলিমা নাসরিনকে ভারত থেকে এনে বিচারের মুখোমুখি আনার দাবি জানিয়েছেন।