কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে কম্বল বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

এইচ আর সুমন//
ভোলার স্থানীয় দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রার
উদ্যোগে মেঘনা নদীর দূর্গম চরে বসবাসকারি শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২ টায় ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের উত্তর-পশ্চিম কাচিয়া প্রাথমিক বিদ্যালয় চত্তরে এক হাজার অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসান ইসতিহাক বাবু জানান, প্রত্যন্ত এলাকার শীতার্থ মানুষের কষ্ট লাঘবেই আজকের এই আয়োজন। সমাজের অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কাজ করছে তাদের এই প্রতিষ্ঠান। এসময় তিনি আরও বলেন,আমাদের কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিগত দিনে অসহায় দুস্থ ১০ জন নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছি, ও মহামারী করোনা কালীন সময়ে আমরা বিভিন্ন সময়ে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ ও আর্থিক সহযোগিতা করে আসছি। করোনাকালীন সময় বেকার হয়ে যাওয়া অসহায়১০জন কর্মহীন ব্যক্তি কে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি করে ভ্যান গাড়ি সহ আলু ২০ কেজি,পেপে ২০ কেজি,কচুর ছরা ২০কেজি,লাউ ২০ কেজি, মিষ্টি কুমর ২০ কেজি, মূলা ১০ কেজি ,ঢেরস ৫ কেজি,পিয়াজ ৫ কেজি,রসুন ৫কেজি, কাঁচামরিচ ৫কেজি, এই সবজি গুলো ভ্যানগাড়ি দিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। আত্মমানবতার সেবায় আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং আগামীতেও কাজ করে যাব ইনশাআল্লাহ।