ভোলায় যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২১

কামরুজ্জামান/মাহবুব আল//

 

বহুল প্রচারিত দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
আজ ৩০ জুন সকাল ১০ টায় চরফ্যাসন প্রেসক্লাবে ফ্রেন্ডস ফোরামের আয়োজনে কেক কাটা ও রেলী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন চরপ্যাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, সহকারী কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
পরে   চরফ্যাসন ক্লাব চত্বর থেকে বের হয় শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব এসে শেষ হয়।
এ সময় চরফ্যাসন প্রেসক্লাবের সহ সভাপতি এম আবু সিদ্দিক, অধ্যাপক কামরুজ্জামান ,চরফ্যাসন সাংবাদিক কল্যান তহবিলের সভাপতি ইয়াছিন আরাফাত, সাধারন সম্পাদক এম আমির হোসেন, চরফ্যাসন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক ও ইউরোসমাচার এর চরফ্যাসন প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল মোল্লা, আজকের পত্রিকার এস আই মুকুল, কালের কন্ঠের কামরুল সিকদার, ভোরের কাগজ এর সোয়েব চৌধুরী, ইত্তেফাক এর মিজান নয়ন, এশিয়ান টিভির ইলিয়াস, কিউ টিভির তসলিম আখন,মানব জমিনের শাহাবুদ্দিন সিকদার, দিনকালের কামাল মিয়াজী,যায়যায় দিন এর মাইনউদ্দিন জমাদার সহ সকল সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে ফ্রেন্ডস ফোরাম লালমোহন এর উদ্যোগে এ উপলক্ষে লালমোহন প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। লালমোহন প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন যায়যায়দিন লালমোহন উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক জসিম জনি, প্রেসক্লাবের সহ-সভাপতি এসবি মিলন, লালমোহন সাংবাদিক ইউনিয়নের সভাাপতি শাহীন অলম মাকসুদ প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কাটা হয়। এসময় লালমোহন উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।