ভোলায় ‘দ্বীপাঞ্চল’ শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, জুন ৩০, ২০২১

বোরহানউদ্দিন প্রতিনিধি//

“সুস্থ ও মননশীল সংস্কৃতি বিকাশে আমরা দ্বীপাঞ্চল”  এ শ্লোগানকে সামনে রেখে ভোলার সাংস্কৃতিক সংগঠন দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর ২০২১ সালের প্রতিনিধি নির্বাচন হয়েছে। আজ ৩০-০৬-২০২১ ইং স্থানীয় মিলনায়তনে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ২০২১ সালের বাকি সময়ের জন্য মো.জোবায়ের হোসাইন পরিচালক, হাসান আল বান্না সহকারি পরিচালক এবং মোঃ ইয়াকুব আলী অর্থ সম্পাদক নির্বাচিত হন।

এসময় উপস্থিত ছিলেন দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান এহসানুল মাহবুব জুবায়ের, ভাইস চেয়ারম্যান, সদ্য বিদায়ী পরিচালক এবং অভিভাবক মন্ডলী, সংগীত বিভাগের শিল্পীরা।

উল্লেখ্য, “সুস্থ ও মননশীল সংস্কৃতি বিকাশে আমরা দ্বীপাঞ্চল” এই স্লোগানে ২০১৫ সালে প্রতিষ্ঠা করা হয়। তারই ধারাবাহিকতায় প্রকাশিত হয়েছে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠীর প্রথম ভিডিও অ্যালবাম “স্বপ্ন জাগাও”। এছাড়াও রমযানে বিভিন্ন টিভি চ্যানেলে সংগীতানুষ্ঠান করে থাকে। দ্বীপ জেলা ভোলায় সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠী।