ভোলার চফ্যাশনে চোরের হামলায় স্বামী- স্ত্রী আহতের ঘটনায় গ্রেফতার হয়নি আসামী!
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি//
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানাধীন নুরাবাদ ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডে সংঘবদ্ধ চোরের হামলা স্বামী-স্ত্রী আহতদের ঘটনায় দুলার হাট থানায় মামলা নং০৪ তাং০৯-০৪-২৪ হলেও এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার হয়নি। পুলিশ বলছে আসামী গ্রেফতারে তারা তৎপর রয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী মোসা: নাজমা বেগম কর্তৃক দুলার হাট থানায় দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, গত ৭এপ্রিল /২৪ ভোর অনুমান ৫ ঘটকার সময় নুরবাদ ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডস্হ নিজ বাড়ির পার্শ্ববর্তী মসজিদ থেকে আমার স্বামী মাইনুুল ইসলাম ফজর নামাজ পড়ে আসার পর দেখেন ১নং আসামি মো: তানজিল( ২৩),পিতা নুরনবী, মো: তামিম (২০)ও কাওছার (২৫) আমাদের উঠানো ঘুরাফেরা করতে দেখে আমার স্বামীর সন্দেহ হয়।
আমার স্বামী আসামিদেরকে উঠোনে অহেতুক ঘুরাঘুরি কারণ জিজ্ঞেস করলে উল্টো তার ক্ষেপে গিয়ে ঝগড়া সৃষ্টি করে। একপর্যায়ে অন্য আসামী সাজি বিবি,নুরনবী খলিফা বসত বাড়ি থেকে লাঠিসোঁটা সহ আমাদের বাড়িতে প্রবেশ করে, আমার স্বামীকে এলোপাতাড়ি বুকে ও পিঠসহ শরীরের বিভিন্ন অংশে জখম করে। স্বামীকে উদ্ধার করতে আমি এগিয়ে গেলে, আসামীর আমাকে আঘাত করে শীলতাহানি করে।আমার কাছে থাকা স্বর্ন অলংকার নিয়ে গেছে।
এবিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা দুলার হাট থানার এস আই (নি:) নুরুল ইসলাম খান বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো সময় জড়িত আসামিরা আটক হতে পারে।