ভোলার মারজুক জাতীয় পর্যায়ে প্রথম রানার্সআপ

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৪

বিশেষ প্রতিনিধি//

ভোলার মারজুক জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তিতে প্রথম রানার্সআপ হয়েছে। সমন্বিত সাংস্কৃতিক সংসদ -সসাস এর আয়োজনে সেরাদের সেরা ২০২৪  অংশ গ্রহণ করে এ কৃতিত্ব অর্জন করে।

ভোলার ঐতিহ্যবাহী আলহেরা শিল্পী গোষ্ঠীর সদস্য ও আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মারজুক মিহরান। বাংলাদেশ সংস্কৃতি সংসদ, সসাস এর আয়োজনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন হল রুমে অনুষ্ঠিত সেরাদের সেরা অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে কবিতা আবৃত্তি ‘ক’ বিভাগে প্রথম রানার্সআপ বিজয়ী হয়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, শিল্পী শরীফ বাইজিদ মাহমুদ, অধ্যাপক সাইফুল আরিফুল লেলিন, মাহবুব মুকুল, আহমাদ তাওফিক।
এর আগে মারজুক ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করে, বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়েও মারজুক কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করে। ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, এমরান হোসেন ও খাদিজা আক্তারের বড় সন্তান মারজুক। বাবা মায়ের অনুপ্রেরণায় মারজুক আবৃত্তিতে আন্তর্জাতিক পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখতে চায়।