প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৪
আবুল হাসান আল-বাহার এর পিএইচডি ডিগ্রী অর্জন
বিশেষ প্রতিনিধি //
বিশিষ্ট লেখক, গবেষক ও গ্লোরী রিয়েল এস্টেট এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হাসান আল-বাহার এর পিএইচডি ডিগ্রী অর্জন। তিনি ইতালির Selinus University of Science and Literature এর Arts & Humanities Faculty তে Islamic Studies Department এ Al Quran Is the Solution to Humanity বিষয়ে PhD. ডিগ্রী অর্জন করেন। ১৫ ডিসেম্বর ২০২৩ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে তার গবেষণালব্দ অভিসন্দর্ভটি চূড়ান্ত অনুমোদন লাভ করে। তার গবেষণার বিষয় ছিল Al Quran Is the Solution to Humanity.বিশ্ববিদ্যালয়ের Arts & Humanities Department এর অধীনে ড. সালভেটর ফাবা এর তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়।
উল্লেখ্য মোঃ আবুল হাসান আল-বাহার ভোলা জেলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের চরশুভী গ্রামের মোঃ নুরুল ইসলাম শিকদার ও মিসেস হাসিনা ইসলামের ৩য় পুত্র ।