ভোলায় ফুলকুঁড়ি আসরের ‘আসর প্রতিনিধি’ সমাবেশ অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪

বিশেষ প্রতিনিধি//

“সক্রিয় আসর, সমৃদ্ধ শাখা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখার “আসর প্রতিনিধি সমাবেশ” ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

ভোলা শহর শাখার পরিচালক “মোঃসাফওয়ান” এর পরিচালনায় শাখা সহকারী পরিচালক “মোঃএনায়েত হোসেন ” এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি সম্পাদক মো: তাওহিদ ভাইয়া”।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখার উপদেষ্টা সদস্য “মো: অজিউল্লাহ ভাইয়া ও কেন্দ্রীয় শিশু অধিকার ও গবেষণা সম্পাদক শামসুজ্জোহা হাসিব ভাইয়া।
উল্লেখ্য, অতিথিদের নির্দিষ্ট আলোচনার উপর ভিত্তি করে আয়োজিত মেধা যাচাই পরীক্ষায় ৫ জনকে পুরস্কৃত করা হয়,,
২০২৩ সালের সার্বিক কাজের উপর নির্ভর করে জুই চামেলী আসরে পরিচালক তানজিল কে শ্রেষ্ঠ ফুলকুঁড়ি ঘোষণা করা হয়,,
এবং ফুলকুঁড়ি গেমস তিন জনকে বিজয় ঘোষনা করা হয়।