দৌলতখানে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাঁই মাইক্রোবাস

DipKantha
DipKantha
প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৩

মোঃ মিরাজ হোসাইন, (দৌলতখান) ভোলা//

ভোলার দৌলতখানে দুর্বৃত্তেরা পূর্ব শত্রুতার জেরে মোঃ রাশেদ নামের এক যুবকের মাইক্রোবাসে আগুন দিলে মুহূর্তেই পুড়ে ছাঁই হয়ে যায়। গতকাল বুধবার রাত দুইটার দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাত বাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্রিজে মাইক্রোবাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তিনি ওই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার ও দৌলতখান থানার অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

মাইক্রোবাসের মালিক মোঃ রাশেদ জানান, আমি গত তিনদিন ধরে উপজেলার সাতবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের উপর মাইক্রোবাসটি রাখি। গতকাল রাতে দুর্বৃত্তরা পুর্ব শত্রুতার জেরে মাইক্রোবাসটিতে আগুন দিলে মুহুর্তেই মাইক্রোবাসটি পুড়ে ছাঁই হয়ে যায়। পরিবারের আয়ের একমাত্র উৎস ছিলো ওই মাইক্রোবাসটি। আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার আর কিছুই নেই। দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যরঞ্জন খাসকেল জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।