প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২৩
ভোলার মারজুক এখন জাতীয় পর্যায়ে
বিশেষ প্রতিনিধ//
ভোলার মারজুক মিহরান এখন জাতীয় পর্যায়ে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। সম্প্রতি সমন্বিত সাংস্কৃতিক সংসদ -সসাস এর আয়োজনে সেরাদের সেরা ২০২৩ এ বরিশাল বিভাগীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করে।
ভোলা আদর্শ একাডেমী স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মারজুক কবিতা আবৃত্তি ‘ক’ বিভাগে ভোলা জেলায় প্রথম স্থান অধিকার করে, বরিশাল বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়েও মারজুক কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রথম স্থান অধিকার করে। এখন সে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের অপেক্ষায়। ভোলা সদর উপজেলার জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক, এমরান হোসেন ও খাদিজা আক্তারের বড় সন্তান মারজুক। বাবা মায়ের অনুপ্রেরণায় মারজুক আবৃত্তিতে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখতে চায়।