ভোলায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩

মোঃ মহিববুল্যাহ //

ভোলার মনপুরায় জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে। আজ ২০ নভেম্বর সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় এবং সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে এতে প্রধান অতিথি ছিলেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা আক্তার চৌধুরী।

মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের সভাপতিত্বে, মনপুরা উপজেলার পূর্ব চরযতিন ও দক্ষিণ চরগোয়ালিয়া মৎস্যজীবি গ্রাম সমিতির সদস্যদের মাঝে অবৈধ জলের পরিবর্তে বৈধ জাল বিতরণ করা হয়। মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি)- কম্পোটেন্ট-৩ এর আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়। জাল বিতরণের পূর্বে জেলেদের সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মনপুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম, মনপুরা উপজেলা ক্লাস্টার অফিসার এম এস সায়েমসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এতে বিপুল পরিমাণ অবৈধ জাল পুড়িয়ে ফেলে ৩৬‌ জেলের মধ্যে প্রায় সাত লক্ষ টাকার বৈধ জল বিতরণ করা হয়।