সাংবাদিক কন্যা সাদিয়ার এসএসসিতে টেলেন্টপুল বৃওি

DipKantha
DipKantha
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি //

ভোলার চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি ও ভোরের ডাকের চরফ্যাশন প্রতিনিধি শহিদুল ইসলাম দুলালের কন্যা সাদিয়া ইসলাম চরফ্যাশন সরকারি টিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি মানবিক শাখায় টেলেন্টপুল বৃওি পেয়েছেন। তার বাবা শহিদুল ইসলাম দুলাল ও মাতা মাহাবুবা সিমা মেয়ের ফলাফলের জন্য আল্লাহর শুকরিয়া এবং শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, সাদিয়া ইসলাম এসএসসি (২০২৩) মানবিক শাখায় জিপিএ – ফাইভ প্রাপ্ত হয়েছে। এসএসসি পরীক্ষার ভোলা জেলা থেকে ৪জন টেলেন্টপুল বৃওি পেয়েছেন। চরফ্যাশন উপজেলায় ২জনের ১জন সাদিয়া।