প্রকাশিত: ৮:০২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
মতামত”মিলাদুন্নবী-সীরাতুন্নবী- আবু জাফর চৌধুরী
মতামত//
যেহেতু মিলাদুন্নবী সা: পালনের একটা কুসংস্কার চালু হয়েছে,,
সেহেতু: তা মোকাবেলা করত: একই সময়ে সহীহভাবে সীরাতুন্নবী সা: পালন করা প্রয়োজন মনে করি।
উল্ল্যেখ্য যে, সীরাতুন্নবী সা: বছরের নির্দিষ্ট একটি সময়ে পালন করার বিষয় নয়। এটি সার্বক্ষনিক পালন বা মান্য করার বিষয়।
তথাপিও বছরের নির্দিষ্ট একটি সময়ে দেশের জনগন, বিশেষ করে আধুনিক ছাত্র ও যুব মানষে নবীর শিক্ষা, কর্ম, আদর্শ ও নবীর জীবনী প্রতিষ্ঠা করত:
দাওয়াতী কাজের অংশ হিসেবে- সভা সমাবেশ, সিম্পোজিয়াম, সেমিনার, আলোচনা সভা, হামদ-নাত, ক্বিরাত, রচনা প্রতিযোগীতার আয়োজন এবং রাসূলের বাণী সম্বলিত পোষ্টার, লিফলেট, ষ্টিকার, ও বুকলেট প্রকাশ ও প্রচার করা আবশ্যক।
যাতে করে জনসাধারণ-এ দিবসের সঠিক ম্যাসেজটা জানতে ও বুজতে পারে।।