ভোলার বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক খানের মৃত্যুতে জামায়াতের শোক।
দৌলতখান প্রতিনিধ//
ভোলার উপশহর বাংলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলুল হক খান (৮৪) ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
<span;> তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা।
ভোলার দৌলতখান উপজেলার উপশহর বাংলাবাজারের দীর্ঘ ৫০ বছর ধরে ব্যবসা করেছিলেন। তিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আদর্শিক কারণে অর্জিত হয়নি মুক্তিযোদ্ধা সনদ। কর্মময় জীবনে তিনি ছিলেন একজন আমানতদারী ব্যক্তি। স্ত্রী, তিনি ২ ছেলে, ৫ মেয়ে, অনেক নাতি নাতনিসহ অনেক গুণ আগ্রহী রেখে গেছেন। গতকাল ২১ আগস্ট বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন, তার সুযোগ্য জামাতা। মরহুমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ নজরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদ, রাজনৈতিক সেক্রেটারী জিয়াউল মোর্শেদ চৌধুরী, জেলা সহকারী সেক্রেটারী মাস্টার ইসমাইল হোসেন মনির, বায়তুলমাল সেক্রেটারী মাস্টার বেলায়েত হোসেন, দৌলতখান উপজেলা আমীর মাস্টার হাসান তারেক স্বপন হাওলাদারসহ নেতৃবৃন্দ।