বিশ্বকে কাঁদিয়ে বিদায় নিলেন আল্লামা সাঈদী
বিশেষ প্রতিনিধি//
বিশ্ববাসীকে কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন বিশ্ববরেণ্য নেতা, আলেমেদ্বীন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল ১৪ই আগস্ট সোমবার রাত ৮.৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাধীন অবস্থায় মারা করেন। তার মৃত্যুর খবর শুনে হাজার হাজার ভক্ত জনতা একত্রিতহন হাসপাতালের সামনে। নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি আর বুকফাটা আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর। ১৬ ই আগস্ট বাদ যোহর বাইতুল মোকাররম এ তার প্রথম নামাজে জানাজা হওয়ার প্রাথমিক সিদ্ধান্ত খবর পাওয়া গেছে।
১৯৪০ সালের ১লা ফেব্রুয়ারী পিরোজপুর জেলার জিয়ানগর উপজেলার ইউসুফ সাঈদী ও গুলনাহার বেগমের ঘরে জন্ম নেয়া এই বিশ্ববরেণ্য নেতা ২০১০ সালের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধে আটক হন। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিমকোর্টের আপেল বিভাগ। সেই থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের পার্ট ১ এ বন্দী ছিলেন এই বর্ষিয়ান কুরআনের পাখি। রোববার বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ প্রথমেই গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রেরণ করা হয়। সেখানেই তেমনি বিশ্ববাসীকে কাঁদিয়ে চিরদিনের জন্য বিদায় নেন। তার মৃত্যুতে লাখো কোটি ভক্ত জনতার আত্মচিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। আবাল বৃদ্ধ বণিতা থেকে শিশুরাও এই আত্মচিৎকারের বাহিরে নয়। দল-মত নির্বিশেষে সকলের কাছেই ছিলেন, আল্লামা সাঈদী একজন খোদাভীরু, সৎ, নির্ভীক নির্লোভ ও বেহেশতী মানুষ হিসাবে পরিচিত। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ১৬ই আগস্ট বাস জেহুর বায়তুল মোকাররমে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হতে পারে।
।