ভোলায় গনিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৩

স্টাফ রিপোর্টার//

“এসো গণিত শিখি, মহাবিশ্বকে জানি” এই পতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়ে গেলে গণিত অলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকালে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্লাটিনাম সায়েন্স সোসাইটি আয়োজনে ও জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘর সহযোগিতায় দিনব্যাপী প্রতিযোগীতায় ভোলা সদর উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ থেকে ৮ম ও (৯ম থেকে ১০ শ্রেনী) ২টি ক্যাটাগরিতে ৬ শতাধিক শিক্ষার্থী এই গনিত আলিম্পিয়াড প্রতিযোগীতায় অংশ নেয়। পরে প্রতিযোগীতা শেষে বিজয়ীদে মাঝে পুরষ্কার তুলে দেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।
বিজ্ঞান ভিত্তিক জাতি গঠনে এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। প্লাটিনাম সায়েন্স সোসাইটির সভাপতি ডা: শাশ্বত মিস্ত্রী চন্দনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী, এরব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, প্লাটিনাম সায়েন্স সোসাইটির সাধারন সম্পাদক রেদওয়ানুল ইসলাম হৃদয় প্রমুখ। প্রতিযোগীতায় দুটি ক্যাটাগরিতে ১০জনকে পুরষ্কিত করা হয়। শিক্ষার্থী ও তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও জাতীয় পরিসরে তাদের প্রতিভাকে তুলে ধরণের আয়োজনে বিশেষ ভূমিকা রাখবে।
প্লাটিনাম সায়েন্স সোসাইটির সভাপতি ডা: শাশ্বত মিস্ত্রী চন্দন জানান, আমাদের উদ্দেশ্য হচ্ছে গণিত ও বিজ্ঞানের যাত্রা সমস্ত দেশব্যাপী ছড়িয়ে দেয়া। শিক্ষার্থীরা যেন গণিত ও বিজ্ঞান চর্চায় আগ্রহী হয়। বিজ্ঞানের অগ্রযাত্রায় তারা যেন ধারাবাহিক হয়ে ডিজিটাল বাংলাদেশ গঠণে অংশ গ্রহণ করতে পারেন।
সোসাইটির সাধারন সম্পাদক রেদওয়ানুল ইসলাম হৃদয় জানান, সাধারণত শিক্ষার্থীদের মাঝে গণিতের একটা ভয় কাজ করে থাকে। তাই গ্রাম থেকে শহর সকল শিক্ষার্থীদের গণিত নিয়ে ভীতি দূর করার জন্য ভোলার টি উপজেলায় প্লাটিনাম সায়েন্স সোসাইটির উদ্যোগে আমরা গণিত আলিম্পিয়াড ও বিজ্ঞান উৎসব-২০২৩ প্রতিযোগীতার আয়োজন করে থাকি। এটি শিক্ষার্থীদের আগামি দিনে গনিতকে জানতে আরো আগ্রহী করে গড়ে তুলবে বলে জানান।