ভোলায় বিক্ষোভের অনুমতি পেল জামায়াত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টার//

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জুলাইয়ের বিক্ষোভ সমাবেশে অনুমতি দিয়েছে জেলা প্রশাসক। গতকাল অ্যাডভোকেট জিয়ার রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুমতির আবেদন নিয়ে জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করলে তিনি এই অনুমতি প্রদান করেন।

সুপ্রিম কোর্ট ও ভোলা জজ কোর্টের আইনজীবী এডভোকেট জিয়াউর রহমান জানান, তত্ত্বাবধায়ক সরকার গঠন, নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের উদ্যগতি রোধ ও সরকারের শোষণ নির্যাতনের বিরুদ্ধে, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক জেলায় জেলায় আগামী ৩০ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেন। সে মোতাবেক গতকাল আমার নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করি। তিনি সমাবেশের খোঁজখবর নিয়ে এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ করার অনুরোধ জানিয়ে আমাদেরকে বিক্ষোভ সমাবেশ করার অনুমতি দেন। প্রতিনিধি দল আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃংখল দল। আমরা জেলা প্রশাসককে বুঝাতে সক্ষম হয়েছি যে, বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যেভাবে সুশৃংখলভাবে সমাবেশ করেছে। আগামী ৩০ তারিখের বিক্ষোভ সমাবেশও আমরা সেভাবেই শান্তিপূর্ণভাবে করব। আমাদের কথায় আশ্বস্ত হয়ে, জেলা প্রশাসক আমাদেরকে অনুমতি দিয়েছেন। আমরা আমাদের পক্ষ থেকে জেলা প্রশাসককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। জামায়াতের প্রতিনিধি দলে আরো ছিলেন, এডভোকেট মোহাম্মদ উল্লাহ, এডভোকেট রহমতুল্লাহ, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারী,জিয়াউল মোর্শেদ, অফিস সেক্রেটারী মাস্টার নুরুল ইসলাম। এ বিষয়ে নবাগত  মোঃ আরিফুজ্জামান বলেন, যেহেতু এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচী সেহেতু তারা সুশৃংখলভাবে তাদের কর্মসূচী পালন করবে। প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সেটা তাদেরকে দিব।