দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

স্টাফ রিপোর্টার//

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয় পেল বাংলাদেশ। এই জয়ে সিরিজে ২-১ হোয়াইটওয়াশ এড়াল টাইগাররা।

মঙ্গলার তৃতীয় ও শেষ ওয়নাডেতে আগে ব্যাট করে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান। টার্গেট তাড়ায় ১৫৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫.২ ওভারে ১২৬ রানে অলআউট হয় আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন আজমতউল্লাহ ওমরজাই।

বাংলাদেশ দলের হয়ে পেসার শরিফুল ইসলাম নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। একটি করে উইকেট নেন সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ।