ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন 

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ১৩, ২০২৩

স্টাফ রিপোর্টার//

ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে শনিবার বেলা ১১ টায় ভোলা পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনিরের উদ্যোগে শহরের সদর রোডে কে,জাহান মার্কেটের সামনে থেকে শুরু হয়ে পুরো শহর জুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলার পৌর মেয়র আলহাজ্ব মনিরুজ্জামান মনির, গ্যাস সংরক্ষণ কমিটির আহ্বায়ক রবিউল আলম, ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, পৌর প্যানেল মেয়র সালাউদ্দিন আহমেদ লিংকন, ভোলা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, আরটিভি প্রতিনিধি অমিতাভ রায় অপু, ভোলা জেলা জুয়েলারি মালিক সমিতির সভাপতি অবিনাশ নন্দী প্রমূখ।
<span;>মানববন্ধনে বক্তারা বলেন, ভোলায় বর্তমানে বাপেক্স এর অধীনে ৯ টি গ্যাসকূপ রয়েছে। ৯ টি কূপ হতে প্রতিদিন ১৫০ মিলিয়ন গ্যাস উত্তোলনের সক্ষমতা রয়েছে। ভবিষ্যতে দৈনিক আরও প্রায় ১০০ মিলিয়ন সহ ২৫০ মিলিয়ন গ্যাস উৎপাদন করা হবে বলে আশা করা হচ্ছে।

অপরদিকে ভোলায় বর্তমানে গৃহস্থালিতে ০.৭ মিলিয়ন গ্যাস ব্যবহার হচ্ছে। কিন্তু ভোলার জনগণের নূন্যতম গ্যাস ব্যবহারের সুবিধা বিবেচনা না করে বিচ্ছিন্ন পন্থায় ভোলার উৎপাদিত গ্যাস অন্য এলাকার গ্রাহকের সুবিধা বিবেচনা করে ভোলা জেলার বাহিরে নিয়ে যাওয়ার পাঁতারা চলছে।

যেহেতু দেশের যাবতীয় সম্পদের মালিক সরকার, সেহেতু সরকার যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার রাখে। কিন্তু ভোলার জনগণকে দেশের অন্যান্য এলাকার ন্যায় গৃহস্থালি কাজে গ্যাস ব্যবহারের  সূযোগ দিয়ে অন্যত্র নিলে ভোলাবাসীর কোনো আপত্তি থাকবে না। উৎপাদিত গ্যাসের শুধুমাত্র ২%-৩% গ্যাস ভোলাবাসীকে গৃহস্থালি খাতে ব্যবহারের সুযোগ দিয়ে দেশের অন্যান্য শিল্প কারখানায় সরবরাহের পদক্ষেপ নিলে ভোলাবাসী অপকৃত হবে। আবাসিক খাতে উৎপাদিত গ্যাসের দৈনিক ০.৭ – ০.৮ মিলিয়ন গ্যাস ভোলার জন্য বরাদ্দ রাখা ভোলাবাসীর প্রানের দাবী।

এদিকে ভোলার পশ্চিম ইলিশা-১ কূপে ২০০ বিলিয়ন গ্যাস মজুত রয়েছ, তাই গ্যাস নিয়ে প্রত্যাশাও বাড়ছে। ভোলায় দেখা দিয়েছে ব্যাপক উন্নয়ন সমৃদ্ধির সম্ভাবনা।
তারা বলেন, বর্তমানে ভোলাতে ৪ টি বিদ্যুৎ কেন্দ্র, ৩ টি শিল্প কারখানা এবং ২৩৫০ টি আবাসিক সংযোগে গ্যাসে ব্যবহার হচ্ছে।
ভোলায় ঘরে ঘরে গ্যাস দেওয়ার জন্য সুন্দরবন গ্যাস কোম্পানি ডিমান্ড নোট এর মাধ্যমে প্রায় ৭০০ – ৮০০ গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা জমা নেওয়া সত্যেও দির্ঘ ৪ বছরের অধিক সময় ধরে গ্রাহকরা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত।
ভোলাবাসীর দাবী, ভোলার গ্যাস দ্বারা ভোলাতেই শিল্প কারখানা গড়ে তুলে গ্যাস সরবরাহ এবং ঘরে ঘরে গ্যাস সরবরাহ দিতে হবে। ভোলাবাসীর ঘরে ঘরে  আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়ার দাবী করেছেন বক্তারা। এই দাবি পূরন করা না হলে ভবিষ্যতে হরতাল ও অবরোধের মত কঠিন কর্মসূচী দিতে তারা বাধ্য হবো।