দৌলতখানে কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

DipKantha
DipKantha
প্রকাশিত: ৩:৩৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৩

 

দৌলতখান (ভোলা) প্রতিনিধি //

ভোলার দৌলতখানে ডিস্ট্রিক্ট কাভার্ডভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ দুই যাত্রী মারা গেছেন। সোমবার (১৭ এপ্রিল) দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বকশে আলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সজিব গোলদার, তিনি লালমোহন উপজেলার কলমী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিমল গোলদারের ছেলে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে বাকী নিহত ও আহতদের নাম নিশ্চিত করতে পারেনি।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে ভোলা থেকে কাভার্ডভ্যানটি দৌলতখানের বকশে আলী মহাসড়কে পৌছলে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী নিহত হন। আহত হয় আরও তিন যাত্রী। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় সিএনজি ও চালক পুলিশ হেফাজতে আছে। তবে কাভার্ডভ্যানসহ চালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।