হতদরিদ্র শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি //
ভোলার চরফ্যাশন উপজেলার শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন। ১৭ এপ্রিল সোমবার সকাল ১১টায় সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রাহিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজারীগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মামুন হোসেন, সংগঠনের উপদেষ্টা ও চরফ্যাশন প্রেসক্লাবের ধর্মবিষয়ক সম্পাদক সাংবাদিক এম লোকমান হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক হাওলাদার সোহেল হোসেন ও চেয়ারম্যান বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নুরে আলম নাসিম প্রমুখ।
পরে চরফ্যাশন উপজেলার প্রায় শতাধিক হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
উল্লেখ্য, ভোলা জেলা প্রবাসী কল্যাণ সংগঠন একটি সমাজ সেবা ও মানবিক সংগঠন। ইতোপূর্বে মহামারী করোনাকালীন সময়ে শত শত মানুষকে আর্থিক সহায়তা করার পাশাপাশি কয়েকজন ক্যাম্সার রোগে আক্রান্ত রোগী নগদ সহায়তা করেছেন।
সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সোহেল হোসেন ও প্রধান উপদেষ্টা মোঃ আবদুর রাহিম চৌধুরী সাংবাদিককে বলেন, আগামী দিনগুলোতে ও হতদরিদ্র ও আত্নমানবেতার কল্যাণে আমাদের কার্যাক্রমে অব্যাহত থাকবে।