ভোলায় শিক্ষক সমিতি (কামরুজ্জামানের) ইফতার মাহফিল ও অনুদান প্রদান
স্টাফ রিপোর্টার//
বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামন) ভোলা সদর উপজেলার আয়োজনে ইফতার মাহফিল ও শিক্ষকদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল রোববার শিক্ষক সমিতির অফিসে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) একেএম ছালেক উদ্দিন।
শিক্ষক সমিতি (কামরুজ্জামান) সদর উপজেলা সভাপতি ও কাচিয়া শাহমাদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ শফিকুল ইসলাম সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ শাহ নেওয়াজ চন্দন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এবং জেলা আওয়ামী লীগের সম্পাদক অধ্যক্ষ সাফিয়া খাতুন। শিক্ষক সমিতির সদর উপজেলা সাধারণ সম্পাদক ও পরানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব এর ব্যবস্থাপনায় যুগ্ন সম্পাদক আনোয়ার পারভেজ ও প্রচার প্রকাশনা সম্পাদক ইউনুছ শরীফের সঞ্চালনায় ইফতার মাহফিল ও অনুদান প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সদর উপজেলার সাবেক সভাপতি ও শহীদ জিয়া আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ খালেদা খানম, সদর উপজেলা সাবেক সভাপতি ও রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার, প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ সাবেক প্রধান শিক্ষক অসীম সাহাসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা পেশ করেন, মাছুম খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মোঃ ইসমাইল হোসেন মনির। অনুষ্ঠানে সদর উপজেলার অবসর গ্রহণ করা শিক্ষক কর্মচারী ও মৃত শিক্ষক কর্মচারী পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।