ভোলার লালমোহনে শাওন-নোমান গ্রুপের মধ্যে উত্তেজনা

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টার/

ভোলার লালমোহনের হরিগঞ্জ বাজারে ২৬ শে মার্চের পোস্টার ছেড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। পুলিশ এসে মাইকিং করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২৬ শে মার্চ রাতে এ ঘটনা ঘটে।

২৬ শে মার্চ উপলক্ষে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিবিএস ও নাহী গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের ছবি সম্বলিত পোস্টার লাগানো হয়। রাতের আঁধারে কে বা কারা বিভিন্ন জায়গায় তার পোস্টার ছিড়ে ফেলেন। এ বিষয়ে আবু নোমান হাওলাদারের সমর্থক মোকিত-নুরুন্নবী চৌধুরী শাওন এমপি’র সমর্থক রিয়াজ ও ফখরুলকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের বিষয়টি উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে জানাজানি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পুলিশ বিষয়টি জানতে পেরে মাইকিং করে উভয় গ্রুপ কে ছাত্র ভঙ্গ করে দেয়।  ঘটনার সত্যতা স্বীকার করে লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেছেন, পরিস্থিতি শান্ত রয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।