ভোলায় জামায়াতের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২৩

স্টাফ রিপোর্টার/

ইউনিয়ন দায়িত্বশীলদের ভূমিকার উপরেই নির্ভর করে আগামীর ইসলামী আন্দোলন। বাংলাদেশের প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কাজ যত বেগবান হবে, বাংলাদেশ জামায়াতে ইসলামী তত শক্তিশালী হবে। ইউনিয়নে এমন কোন আল্লাহর বান্দা বা ভূমি থাকবেনা যেখানে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত না পৌঁছবে। এক্ষেত্রে আমাদেরকে হযরত ওমর (রা:) ভূমিকায় অবতীর্ণ হতে হবে। আমরা চাই এই ভূমির প্রত্যেকটি মানুষকে সাথে নিয়ে একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব থেকে ভূমিকা পালন করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকায় আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করি না। তারাও আল্লাহর বান্দা, আমাদের ভাই, এই মানসিকতা নিয়েই আমাদের সামনে পথ চলতে হবে। ইসলামী আন্দোলনের কাজকে গতিশীলতার মধ্যদিয়ে আমরা অন্যায়ের জবাব দিতে চাই। গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলা আয়োজিত ইউনিয়ন আমীর/ সভাপতি সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী মাওলানা হারুনুর রশিদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন,কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য, ফখরুদ্দিন খান রাজি। উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মোঃ ইসমাইল হোসেন মনির, জেলা রাজনৈতিক ও নির্বাচন পরিচালনা সেক্রেটারী কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জিয়াউল মোরশেদ চৌধুরী, জেলা অফিস সেক্রেটারি মাস্টার নুরুল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারী অধ্যাপক আমীর হোসেন, জেলা বায়তুলমাল সম্পাদক বেলায়েত হোসেনসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সম্মেলনে ভোলা জেলার সকল ইউনিয়ন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।