বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ


এইচ এ শরীফ//
ভোলার বোরহানউদ্দিন কাচিয়া চৌমুহনী তা’লীমুল মিল্লাত মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র, শিক্ষা সামগ্রী বিতরণ ও সবক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার এ অনুষ্ঠানে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।
উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন, প্যানেল চেয়ারম্যানৎমোঃ গোলাম রহমান নোমান।
প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তারই সাথে সাথে নৈতিকতা ও আল্লাহর প্রতি আনুগত্য শিক্ষা আমাদের সকলের দায়িত্ব। তবে শিখাতে গিয়ে কোমলমতি শিশুদের সাথে কোন মতেই খারাপ আচরন করা যাবে না। এদের সাথে ভালো আচরণ করা বাধ্যতামূলক।
অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাচিয়া চৌমুহনী দাখিল মাদ্রাসার প্রধান মাওঃ সুলতান মাহমুদ এবং অভিভাবকগণ।
উল্লেখ্য মাদ্রাসাটি ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হলেও ২০০৩ সাল থেকে সরকারি সামান্য কিছু অনুদান পেয়ে আসছে। এতিমখানায় ৬৮ জন এতিমসহ হিফয, নুরানি ও জেনারেল শাখায় ১ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় তিন শত পঞ্চাশ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন।