প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
ভোলায় জামায়াতের ঢেউটিন বিতরণ


স্টাফ রিপোর্টার//
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ভোলা জেলা শাখার উদ্যোগে মনপুরায় ঘূর্ণিঝড় ছিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। গতকাল ৯ জানুয়ারি এই ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।
মনপুরা উপজেলা আমীর, মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুন্নবী শিবলীর সঞ্চালনায়, আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল টিম ও কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ফখরুদ্দিন খান রাজি, ভোলা জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মাস্টার জাকির হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ, উপজেলা নায়রে আমীর মাওলানা আমিনুল এহসান জসিম। উল্লেখ্য গত ২৪ অক্টোবর ২০২২ ভোলায় ঘূর্ণিঝড় ছিত্রাংয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।