ভোলায় ব্রাইট ন্যাশন স্কুলের উদ্বোধন

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০২২

স্টাফ রিপোর্টার//

প্রজ্ঞা ও নৈতিকতার সমন্বয় দক্ষ মানব সম্পদ তৈরির প্রত্যয়ে প্রতিষ্ঠিত ব্রাইট ন্যাশন স্কুল ভোলা এর শুভ উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর ২৩  বুধবার সকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইসরাফীল। বিশেষ অতিথি ছিলেন সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, ভোলা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর পারভীন আখতার, ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু,  নাজির রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের দক্ষ মোঃ হারুনুর রশিদ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সহকারি অধ্যাপক হুমায়ুন কবির, ভোলা পৌর সভার প্যানেল মেয়র- ১ আলহাজ্ব সালাহউদ্দিন লিংকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবিদুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাইট  ন্যাশন স্কুলের সভাপতি মোঃ ইব্রাহীম খলিল। অনুষ্ঠানে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ জ্ঞান( কুইজ) ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।