লালমোহনে হা-মীম সংবর্ধিত করল ৯৩ শিক্ষার্থী মাহবুব আলম

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২

লালমোহনে হা-মীম সংবর্ধিত করল ৯৩ শিক্ষার্থী মাহবুব আলম, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষায় সুযোগ পাওয়া ৯৩ কৃতি শিক্ষার্থীরকে সংবর্ধনা দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। বুধবার সকালে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’র আয়োজনে কলেজ প্রাঙ্গণে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরক্ষরমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকারের আমলেই দেশের শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এদিন ৯৩ কৃতি শিক্ষার্থীর মধ্যে ১৫ জনকে ল্যাপটপ ও মোবাইল এবং ৭৮ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ রুহুল আমিন’ সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামসহ আরও অনেকে।