তজুমদ্দিনে কম্বাইন হারভেষ্টারের নিচে পড়ে শিশু নিহত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২২

আকতার হাওলাদার//

ভোলার তজুমদ্দিনে কম্বাইন হারভেষ্টারের (ধান কাটার মেশিন) নিচে পড়ে এক কন্যা শিশু নিহত হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আড়ালিয়া গ্রামের আড়ালিয়া বিলে রবিবার বিকাল ৫ টার সময় কম্বাইন হারভেষ্টার মেশিন দিয়ে ধান কাটতে থাকেন ড্রাইভার। এ সময় ধান কাটার দৃশ্য দেখতে সেখানে যান উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জীবন হাজী বাড়ির ইলেকট্রিশিয়ান মোঃ নূর-ইমানের ছোট মেয়ে মরিয়ম-(৯)। মেয়েটি আড়ালিয়া ৭নং ওয়ার্ড তার নানা বাড়িতে বেড়াতে আসেন বলে জানা যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে তজুমদ্দিন থানায় নিয়ে আসেন। এঘটনায় আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।
এ বিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।
কম্বাইন হারভেষ্টারের মালিক বোরহানউদ্দিন উপজেলার বলে জানা গেছে। তবে তাৎখনিক তার নাম ঠিকানা জানা যায়নি