সৌদির ক্লাবে খেলবেন রোনালদো
স্পোর্টস ডেক্স//
ম্যানচেস্টার ইউনাইটেডের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি সই করেছে সৌদির ক্লাব আল নাসের। জানুয়ারি থেকেই এই ক্লাবের হয়ে খেলবেন পর্তুগিজ তারকা।
সোমবার চুক্তির বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ, জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রোনালদোর অপ্রত্যাশিত বিদায়ের পর আশা করা হচ্ছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলা কোনো ক্লাবের হয়ে নাম লেখাবেন পর্তুগিজ তারকা। কিন্তু সেটা আর হতে দিল না সৌদির ক্লাব আল নাসের।
২০০ মিলিয়নের চুক্তিতে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড় হতে যাচ্ছেন ৩৭ বছর বয়সী রোনালদো। নেইমার ও মেসির আয় ৭০ ও ৭৫ মিলিয়ন ইউরো।
সৌদির আল নাসের ক্লাবটির কোচের দায়িত্বে রয়েছেন ফ্রেঞ্চ রুডি গার্সিয়া। এ মৌসুমে তাকে সঙ্গ দেবেন সদ্যই ফুটবল থেকে অবসর নেওয়া আলভারো গনজালেজ।
দলটিতে গোলরক্ষক হিসেবে থাকছেন ডেভিড ওস্পিনা। নাপোলির সঙ্গে চুক্তি শেষ করে গত মৌসুমেই ক্লাবটিতে এসেছেন কলোম্বিয়ান এ গোলরক্ষক।