ভোলায় ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ 

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২

বিশেষ প্রতিনিধি//

ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের দুই সহোদরের জমিজমার বিরোধ এখন রাজনৈতিক প্রতিহিংসায় রুপ নেয়ার অভিযোগ উঠেছে। তারা ইঞ্জিনিয়ার আবু নোমানের সমর্থক বলে জানা গেছে। ইঞ্জিনিয়ার আবু নোমান ভোলা ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী।

অভিযোগে জানা যায়, ওই গ্রামের বাবুল ও রিয়াজ দুই ভাই। তাদের মধ্যে দীর্ঘদিন যাবত জমি জমার বিরোধ নিয়ে পারিবারিক কলহ চলে আসছে।  ২৪/১১/২২ ইং তারিখ সকাল ১০ টার দিকে ঝগড়া বিবাদ ও এক পর্যায়ে মারামারির । এ ঘটনাকে কেন্দ্র করে মোঃ বাবুল এর স্ত্রী খালেদা বেগম ৪৭ বাদি হয়ে লালমোহন থানায় একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নং ২৭ ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭//৩৭৯/৩৫৪/১১৪ মামলায় বর্নিত আসামিরা হলেন ১/ মোঃ রিয়াজ হায়দার ৪৩ পিতাঃ মোঃ তাজল ইসলাম ২/মোঃ জাকির হোসেন ৪৬ পিতাঃ মোঃ তাজল ইসলাম ৩/বিবি রহিমা বেগম৩৫স্বামীঃ মোঃ নজরুল ইসলাম ৪/মোঃ রাফেজ১৯পিতাঃ মোঃ নজরুল ইসলাম রিয়াজ ৫/মোঃ রাসেল ৩২ পিতাঃ মোঃ আবু তাহের ৬/মোঃ হোসেন হাং পিতাঃ মৃত মকবুল আহমদ।৭/মোঃ বজলু হাং ৩২ ৮/ মোঃ আল আমিন ৩৫ পিতাঃ মোঃ আমির হোসেন ৯/মোঃ নাজিম উদ্দিন ৩৭ পিতাঃ মোঃ মফিজ হক।

মামলার আসামিদের অভিযোগ, এ খটনা একান্তই বাদি পক্ষের পারিবারিক ক্রোন্দল, এখানে আমাদের কোন রূপ সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও শুধুমাত্র ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদারের সমর্থক হওয়ায় প্রতিপক্ষ আমাদের কে এই মালায় জড়ানো হয়েছে।