ভোলা প্রেসক্লাব সাবেক সম্পাদক হুমায়ুন কবিরের মৃত্যু। বিশিষ্টজনদের শোক।

DipKantha
DipKantha
প্রকাশিত: ১১:৫১ পূর্বাহ্ণ, অক্টোবর ৩১, ২০২২
স্টাফ রিপোর্টার //
ভোলা প্রেসক্লাবের সাবেক সফল সম্পাদক, লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, আমার দেশ ও চ্যানেল ওয়ানের সাবেক জেলা প্রতিনিধি, মোঃ হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স ছিল ৬০ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জাতীয় ও স্থানীয় বিশিষ্টজনরা।
তিনি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ সোমবার ৩১ অক্টোবর দুপুর ২ টায় ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার এক মাত্র ছেলে, স্ত্রী ও অনেক গুণ আগ্রহী রেখে গেছেন। আগামীকাল ১লা নভেম্বর২২ মঙ্গলবার, সকাল ৯ টায় মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,বিজেপির চেয়ারম্যান ও ভোলা- ১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ভোলা -৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম। ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা আমীর অধ্যক্ষ মোস্তফা কামাল, সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি রাইসুল আলম, সিনিয়র যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান,  জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, দ্বীপকন্ঠের সম্পাদক ইউনুছ শরীফ, মোহনা ডায়াগনস্টিক এন্ড হসপিটাল এর চেয়ারম্যান প্রফেসর আব্দুল কাদের, ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।