ভোলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শিক্ষক দিবস পালিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২২

স্টাফ রিপোর্টার//

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই ভোলায় পালিত হয়েছে জাতীয় শিক্ষক দিবস। আজ বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসে যৌথ আয়োজনে শহরে¸ বর্ণাঢ্য শোভাযাত্রা ও জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শত শত শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা পুরো শহর প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাদ্যযন্ত্রের মুহুর মুহূর্ত শব্দে জানান দেয়া হয় এ দিবসটি উদযাপন করতে পেরে শিক্ষাবিভাগের সবাই আনন্দে উধ্বেলিত। পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তৌফিক- ই-লাহী চৌধুরী। বেস্ট অব অনার ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, আব্দুল মোমেন টুলু। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপি এম। জেলা শিক্ষা অফিসের তথ্য ও গবেষণা কর্মকর্তা মোঃ নূরে আলম এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা প্রশাসক শিক্ষা জেলা শিক্ষা অফিসার মাধব চন্দ্র, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি সাইদুর রহমান সেলিম, বাংলাদেশ জমিয়তূল মোদারেসিনের ভোলা জেলা সাধারণ সম্পাদক, উপাধ্যক্ষ মোবাশ্বিরুল হক নাঈম। ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর সভাপতি মীর আমির হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ভোলা সদর উপজেলা সভাপতি, ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক, আব্দুর রহমান বাবলু, জমিঅতুল মোদারিসিন ভোলা সদর উপজেলা, সভাপতি মাওলানা আব্দুল লতিফ সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হারুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ,প্রধান, শিক্ষক ও শিক্ষক কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা, শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।