দৌলতখানে ঘূর্ণিঝড়ে নিহত- ১, আহত-১০
স্টাফ রিপোর্টার//
অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড় চিত্রাং এর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে দৌলতখানের বিভিন্ন অঞ্চল। উপজেলার বিভিন্ন এলাকায় গাছ ভেঙ্গে পড়ে বসতঘর, দোকানপাট, ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় চিত্রাং এর তাণ্ডবে গতকাল সন্ধা ৭টায় দৌলতখান পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ার ফারুখ মাস্টার বাড়ির বিবি খতেজা বেগম (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এছাড়াও ওই বৃদ্ধার স্কুল পড়ুয়া ও কলেজ পড়ুয়া দুই নাতি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, মোঃ আফনান (১০), মোঃ জোবায়ের হোসেন (১৮)। আহতদের মধ্যে স্কুল পড়ুয়া মোঃ আফনানের মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার অবস্থা আশংকাজনক।
ওই বাড়ির প্রত্যক্ষদর্শী মোঃ নাজিম উদ্দিন জানান, বিবি খতেজা সম্পর্কে আমার ফুফু হয়। তিনি তার ছোট ছেলে জামালের বাসা থেকে রাতের খাবার খেয়ে তার নাতি জোবায়ের সহ পাশেই বড় ছেলে জয়নাল হাজারীর বাসায় যাচ্ছিলেন। ওই বাসায় গিয়ে কাপড়-চোপড় নিয়ে আশ্রয় কেন্দ্রে যাবেন। বাসার দরজায় পৌছালে পথিমধ্যেই বসতঘরের উপর একটি বিশাল আকৃতির গাছ ভেঙ্গে পড়ে। এতে বসতঘর ও তার দুই নাতিসহ গাছের চাপায় পড়ে যান। তাদের চিৎকার শুনে বাড়ির লোকজন গাছের নিচে চাপা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তার দুই নাতি গুরুতর আহত হওয়ায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতখান থানার (ওসি) মোঃ জাকির হোসেন বৃদ্ধার মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন