ভোলায় ব্যাপক আয়োজনে আলহেরা শিল্পীগোষ্ঠীর সিরাতুন্নবী স: উদযাপন

DipKantha
DipKantha
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

স্টাফ রিপোর্টার//

ব্যাপক আয়োজনে শেষ হয়েছে ভোলার ঐতিহ্যবাহী আলহেরা শিল্পীগোষ্ঠী’র সিরাতে রাসূল সঃ উপলক্ষে  সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর পুরস্কার বিতরণী। ভোলা শহরের একটি মিলনায়তনে ২২ শে অক্টোবর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিল্পীগোষ্ঠীর পরিচালক তানবীর আহমাদ শিবলী’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস) এর সহকারী নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সসাসের শিল্প সম্পাদক আবু জার গিফার, শিল্পী গোষ্ঠীর বর্তমান চেয়ারম্যান শাহাদাত হোসেন সিরাজ। এছাড়াও বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। কুরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়ে হামদ-নাত ও রাসুলুল্লাহ সঃ এর জীবনের বিভিন্ন দিকগুলো আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রানবন্ত হয় এবং শিশু-কিশোরদের মাঝে আলাদা ভাবে  তিলাওয়াত, হামদ্-নাত, আবৃত্তি ও চিত্রাঙ্কনে ৩ জন করে মোট ৮ টি  বিভাগে ২৪ জনকে পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য আলহেরা শিল্পীগোষ্ঠী দীর্ঘদিন যাবৎ দ্বীপ জেলা ভোলার শিশু ও কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশে নিরন্তর কাজ করে যাচ্ছে।