ভোলার দৌলতখানে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
দৌলতখান (ভোলা) প্রতিনিধি//
দৌলতখান থানার আয়োজনে জনগনের মতামত , সমস্যা,নিরাপত্তা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভবানীপুর ইউনিয়নে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৫ টা ৩০ মিনিটে ভবানীপুর ইউনিয়নে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয় ।
পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শাহাদাত হোসেন খাঁনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ফরহাদ সরদার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আওলাদ হোসেন, প্রেসক্লাব সম্পাদক মেহেদি হাসান শরীফ।
অতিরিক্ত পুুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখতে হবে। এছাড়াও তিনি আরো বলেন, পুলিশ জনগণের শত্রু নয়,বরং বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা নিশ্চিত করুন।