ভোলা চরফ্যাশনে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

DipKantha
DipKantha
প্রকাশিত: ৮:১২ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২২

স্টাফ রিপোর্টার//

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জ্বালানি তেল-গ্যাস ও বিদ্যুতের সীমাহীন দুর্নীতির প্রতিবাদ সমাবেশে ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল সভাপতি নূর-ই-আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চরফ্যাশন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২৪ আগষ্ট বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের শরীফ পাড়াস্হ বাসভবনে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম মিন্টুিজের সভাপতিত্বে সকাল দশটায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক তিন তিন বারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ্ব নাজিম উদ্দীন আলম।
বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ টুমেন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রমুখ। অন্যদের মধ্যে থেকে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন বাবলু,চরফ্যাশন উপজেলা যুবদলের সভাপতি আশ্রাফুর রহমান দিপু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়েরুল ইসলাম সোহেল।