ভোলা শশীভূষণ মহাসড়ক সম্প্রসারণে রেকর্ডীয় জমির ক্ষতিপূরণ দাবি


স্টাফ রিপোর্ট//
দক্ষিণ আইচা মহাসড়ক সম্প্রসারণ কাজে শশিভূষণ বাজারের পূর্ব পার্শ্বে দীর্ঘদিনের ভোগদখলীয় রেকর্ডীয় জমির ওপর নির্মিত প্রায় এক শত দোকান পাট একোয়ার ও ক্ষতি পূরণ ছাড়াই ভাংচুরের চেষ্টার অভিযোগ উঠেছে সড়ক নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে!
৭ আগষ্ট রবিবার সরেজমিনে গেলে ভুক্তভোগী মোঃ কবির পাটোয়ারী,জয়নাল মাতাব্বর,আলমগীর মাতব্বর, কামাল পাটোয়ারী, খোরশেদ হাওলাদার, কামাল চৌকিদার, জিয়াউর রহমান পাটোয়ারীসহ ভুক্তভোগীরা সংগ্রামকে বলেন, দীর্ঘদিন ধরে আমরা এওয়াজপুর মৌজার জেল, এল, নং- ৮০ থেকে জমি ক্রয় করে রেকর্ডীয় জমিতে দোকান পাট নির্মাণ করে ভোগদখলে আছি। শশিভূষণ ব্রীজের পার্শ্বে মহাসড়কের সম্প্রসারণ কাজে চলছে। সরকার রেকর্ডীয় একোয়ার তথা অধিগ্রহণ করলে রেকর্ডীয় মালিককে ক্ষতি পূরণ দেয়। অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাদিকা এন্টারপ্রাইজ অধিগ্রহনের কোন কাগজ পএ ও নোটিশ না দিয়ে ক্ষতি পূরণ ছাড়াই আমাদের দোকান পাট ভাংচুর করার হুমকি দিচ্ছে।
এব্যাপারে রোডস এন্ড হাইওয়ে এর উপসহকারী প্রকৌশলী দিদারুল আলম এই প্রতিবেদককে বলেন,শশিভূষণ বাজারের পূর্ব পার্শ্বে রেকর্ডীয় জমি অধিগ্রহণ করছে কিনা আমি জানিনা। ASD বলতে পারবে।
মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইন্জিনিয়ার বাদল ও অধিগ্রহণ করার বিষয়টি জানেন না। তিনি অন্য এক কর্মকর্তার কাছে ফোন দিয়ে জানতে বলেন।
এওয়াজপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, আমি ব্রিজের আসে পাশের দোকান পাটের তালিকা দিয়েছি। কিন্তু জমি অধিগ্রহণ করছে কিনা এব্যাপারে কোন নোটিশ বা চিঠি পাইনি।
সচেতন মহলের বক্তব্য সড়ক / মহাসড়ক নির্মিত হলে আশে পাশের জমি অধিগ্রহণ করা হয়। রেকর্ডীয় জমি হলেও দিতে বাধ্য। কিন্তু সরকার ওই জমি অধিগ্রহণ করে ভুক্তভোগীদের ক্ষতি পূরণ দেয়া হয়।
অথচ ঠিকাদারি প্রতিষ্ঠান অধিগ্রহণের কোন কাগজ / নোটিশ ছাড়াই স্হাপনা ভাংচুর করার হুমকি অমানবিক বটে। তারা যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।