“সুষ্ঠু ও মননশীল সংস্কৃতি চর্চাই আমাদের অঙ্গীকার”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে আলহেরা “শিল্পীগোষ্ঠীর” ঈদ প্রীতি সমাবেশ ও সুরের প্রতিভা-২০২২ এর পুরস্কার বিতরণ। সাম্প্রতি ঐতিহ্যবাহী চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ছিলেন ভোলা পৌরসভার সাবেক মেয়র, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
বিশিষ্ট ব্যাক্তিত্ব শিক্ষাবিদ মাস্টার জাকির হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মোহনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মুহা. জামাল উদ্দিন, মুহা. রুহুল আমিন, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, শামসুল আলম আব্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান, আক্তার হোসেন ও শাহাদাত হোসেন,
সাবেক পরিচালক এস.এম ইদ্রিস, আব্দুল আজিজ ও সিহাবুদ্দিন মানিক।
আলহেরা শিল্পী গোষ্ঠীর পরিচালক তানভীর আহমাদ শিবলীর সঞ্চালনায় মহাগ্রন্থ আল কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে গান আবৃত্তি ও অভিনয়ের প্রানবন্ত হয় পুরো অনুষ্ঠান। অনুষ্ঠানে সুরের প্রতিভা-২০২২ এর ক ও খ বিভাগ সুরের প্রতিভা বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান কর হয়।