ভোলায় বিএনপি নেতা মমিনের অসহায়দের মাংস বিতরণ
দৌলতখান প্রতিনিধ//
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিনের দুই হাজার অসহায় দুস্থ পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিন। রবিার (১০জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএনপি নেতা রফিকুল ইসলাম মমিনের দৌলতখান ও বোরহানউদ্দিনের নিজ বাসভবনে অসহায় পরিবারের মাঝে এ মাংস বিতরণ করেন।
ঈদের দিনে বিনামূল্যে গরুর মাংস পেয়ে হাঁসি ফুটেছে অসহায় পরিবারগুলোর। মাংস নিতে আসা নান্টু নামে এক বৃদ্ধ বলেন, আমরা গরিব মানুষ । মাংস কিনার মত টাকা নেই। বিএনপি নেতা ‘মমিন মিয়া’ আমাদেরকে মাংস দিয়েছে। এতে আমরা খুব খুশি।’
বিএনপি নেতা মমিন বলেন, আমি ভোলা-২ দৌলতখান ও বোরহানউদ্দিনের মানুষের পাশে থেকে রাজনীতি করি। প্রতি বছর ঈদুল আজহায় অসহায় পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করি। এ বছর অসহায় ২হাজার পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করেছি। অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি ফুটানোই আমার লক্ষ্য।