দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের একাডেমিক ভবনের ভিওি প্রস্তর স্থাপন

DipKantha
DipKantha
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

স্টাফ রিপোর্টার//

দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের প্রধান একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।

শনিবার বেলা ১১টায় উপস্থিত থেকে মন্ত্রী তাজুল ইসলাম এই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে মন্ত্রী তাজুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আবুল হাসেম মহাজন সহ শিক্ষক ও ছাত্র-ছাত্রীর।

এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

কলেজ সূত্রে জানা গেছে, ৬ এপ্রিল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ২১৪ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট “দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ” এর একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দিয়েছেন। পরে দুপুর দুইটায় চরফ্যাশন টাউন হলে এক সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি