চরফ্যাশনে ভোক্তা অধিকারের জেল জরিমান

DipKantha
DipKantha
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মে ১২, ২০২২

স্টাফ রিপোর্টার//

বাজারে ডিলার, পাইকারি ও খুচরা বিক্রেতারা আগের কেনা সয়াবিন তেল লিটার প্রতি বেশি মূল্যে বিক্রির অভিযোগে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১২মে) বেলা ১১টায় চরফ্যাশন উপজেলার কাপরিয়া পট্টি ও থানা সড়কে ভোলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মাহমুদল হাসানের নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং করে এবং গোপন অভিযোগের ভিত্তিতে ৫লিটারের সয়াবিন তেল বাজার মূল্যের বেশি বিক্রি করায় তীর সয়াবিন তেলের ডিলার একতা ট্রেডার্সকে ভোক্তা অধিকার আইনে ১০হাজার টাকা, খোলা সয়াবিন তেল বেশি মূল্যে বিক্রি করায় ইব্রাহীম ষ্টোর ৫হাজার ও মিয়াজি ষ্টোরকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ষ্টোকে রাখা একতা ট্রেডার্সের ২৪বোতল ৫লিটারের সয়াবিন তেল ও জাফর ট্রেডার্সের ৬বোতল ৫লিটারের তেল বাজার মূল্যে খুচরা বিক্রি করে দেয়া হয়। এছাড়াও বাজারের বিভিন্ন তেলের ডিলার ও পাইকারি এবং খুচরা তেল বিক্রেতাদের গুদামে অভিযান চালানো হয়। এদিকে উপজেলার বকশীঘাটে ঘাট ইজারায় ৫টাকার ঘাট টিকেট ১০টাকা ও ২০টাকার মোটর সাইকেল ১০০টাকা রাখায় সোহাগ (২৪) নামের একজনকে ৭দিনের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি বকমিশনার ভূমি আবু আবদুল্লাহ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান রাহুল বলেন, উপজেলা প্রত্যেক বাজারেই ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।