সাংবাদিকদের সন্মানে অধ্যক্ষ নুরুল আমিনের ইফতার পার্টি

DipKantha
DipKantha
প্রকাশিত: ৫:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

স্টাফরিপোর্টার//

ভোলার ঐতিহ্যবাহী দ্বানি প্রতিষ্ঠান চরফ্যাশন কারামতিয়া কামিল (এম) মাদ্রাসার সন্মানিত অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন সাংবাদিকদের সন্মানে বৃহস্পতিবার ২৮ এপ্রিল ইফতার পার্টি দিয়েছেন। চরফ্যাশন ভাই ভাই হোটেলে অনুষ্ঠিত পার্টিতে অংশ গ্রহণ করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন, জমিয়তের চরফ্যাশন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি অধ্যাপক কামরুজ্জামান, চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এম আবু সিদ্দিক, সহসভাপতি যুগান্তর দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসন, সহসভসপতি দিনকাল প্রতিনিধি হাজী কামাল হোসেন মিয়াজি, চিকিৎসক ডাঃ আবদুল মান্নান, সমকাল প্রতিনিধি নোমান সিকদার, বরিশাল বানী এম লোকমান হোসেন, ইওেফাক মিজান নয়ন, সাংবাদিক মনির আসলামী, সংবাদ জামাল মোল্লা, কালের কন্ঠ কামরুল সিকদার , যায়যায়দিন মাইনুদ্দিন জমাদার, সংবাদ প্রতিদিন নুরুউল্লা ভূইয়া, ভোরের কাগজ এর আর সোয়েব চৌধুরী ও চরফ্যাশন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা আবু নাসের প্রমুখ।