ভোলায় সাংবাদিকদের সম্মানে কোস্টগার্ডের ইফতার


স্টাফ রিপোর্টার//
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলায় ঈদ যাত্রা নিরাপদ রাখতে কোস্ট গার্ডের সদস্যরা ভূমিকা রাখার আশা ব্যক্ত করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সাহেদ ছাত্তার। গতকাল রোববার বিকেলে ভোলায় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সাহেদ ছাত্তার আরও বলেন, এ বিষয়ে সোমবার ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় কোস্ট গার্ডের অফিসার লেফটেন্যান্ট খোন্দকার শাফকাত হোসেন, মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল, সিনিয়র সাংবাদিক ভোলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সামস্উল আলম মিঠু, এডভোকেট শাহাদাত শাহিনসহ ভোলার বিভিন্ন গণমাধ্যমকর্মী ও কোস্ট গার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।