দৌলতখানে জমি নিয়ে দ্বন্দ্ব, হামলায় আহত-৫
দৌলতখান (ভোলা) প্রতিনিধি//
ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারী ও পুরুষ সহ ৫জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার উপজেলার চরখলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শনি বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মোঃ মাকছুদ, সুমন, রিংকু, ইউনুছ। তারা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আহত মাকছুদ জানান, একই বাড়ির কামালের সাথে দেড় শতক জমি নিয়ে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শনিবার ওই জমিতে তারা বসতঘর নির্মাণ করতে গেলে কামাল , ফিরোজ, রুহুল আমিন, ইসমাইল, মিলন শনি সহ ১০ থেকে ১৫জন মিলে তাদের উপর লাটিসোঁটা দিয়ে অতর্কিত হামলা করে। এতে তাদের পরিবারের চাঁর সদস্য গুরুতর আহত হয়। বর্তমানে তারা ভোলা হাসপাতালে ভর্তি আছেন।
এ ব্যাপারে কামালের পরিবার জানান, উল্টো তারা তাদেরকে হামলা করে । এতে তাদের পরিবারের একজন গুরুতর আহত হয়। দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, এ বিষয় উভয় পক্ষ মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।